টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে এই ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়।
তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়।
হাবিবুল্লাহ রায়হান জানান, মাঠ এখন দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য পুরোপুরি প্রস্তুত। এই ধাপে অংশ নিচ্ছেন- যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলা। এই ধাপে ঢাকার একাংশসহ মোট ২২টি জেলা অংশগ্রহণ করছে, মোট ৪০টি খিত্তায়।
প্রথম ধাপের আখেরি মোনাজাত শেষ করেই তাবলিগের স্বেচ্ছাসেবক কর্মী ও গাজীপুর সিটি করপোরেশনের ৩ শতাধিক পরিচ্ছন্নকর্মী ময়লা আবর্জনা পরিষ্কার করতে শুরু করেন। রোববার মাগরিবের আগেই তাদের কাজ সম্পন্ন হয়।
মাঠে এরই মধ্যে ৭৬টি দেশ থেকে প্রায় ৩ হাজার ৫০ জন বিদেশি নাগরিক অবস্থান করছেন। দ্বিতীয় ধাপের ইজতেমা ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, এরপর তারা নিজ নিজ দেশে ফিরে যাবেন।
এদিকে বিদেশি মুসল্লিদের সুবিধার্থে পুলিশের পক্ষ থেকে ফরেন টেন্টে সাধারণ ডায়েরি করার ব্যবস্থা করা হয়েছে। দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় প্রথম পর্বের মতো নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন