জানুয়ারি মাসে ৬৫৯ সড়ক দুর্ঘটনায় ৬৭৭ জন নিহত হয়েছেন এবং ১২৭১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রেস বার্তায় এসব তথ্য জানানো হয়।
বার্তায় আরও বলা হয়, রেলপথে ৫৭টি দুর্ঘটনায় ৫৯ জন এবং নৌপথে ১৬টি দুর্ঘটনায় ১৮ জন নিহত হন। এছাড়া মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। এতে ৩০১ জন নিহত এবং ২৩৯ জন আহত হয়েছেন। আর বাস দুর্ঘটনায় ১৫৯ জন নিহত এবং ব্যাটারিচালিত যানবাহন দুর্ঘটনায় ১৩৯ জন নিহত হয়েছেন।
এতে আরও উল্লেখ করা হয়, জানুয়ারিতে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে, আর ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে।
এই প্রতিবেদনটি দেশের বিভিন্ন সংবাদমাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে তৈরি করা হয়েছে বলেও জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন