গাজীপুরের টঙ্গীতে তুরাগতীরে মাওলানা সাদ অনুসারীদের অংশগ্রহণে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। এই মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলভীর ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। মোনাজাত শুরু হয়েছিল দুপুর ১২:৩৮ মিনিটে এবং শেষ হয় ১:০৭ মিনিটে।
মোনাজাতে মুসল্লিরা আল্লাহর দরবারে তাদের আকুতি জানিয়েছেন, আর ইজতেমা ময়দান গর্জে উঠেছিল ‘আমিন আমিন’ ধ্বনিতে। এসময়, বিভিন্ন বয়সী ও পেশার মুসল্লিরা কান্নায় ভেঙে পড়ে এবং গভীর আত্মিক চেতনায় অংশগ্রহণ করেন।
ইজতেমার আগে, ফজরের নামাজের পর ভারতীয় মাওলানা মোরসালিন হেদায়েতি বয়ান দেন, যার বাংলা তরজমা করেন মাওলানা ওসামা ইসলাম। আখেরি মোনাজাতের আগে মাওলানা ইউসুফ বিন সাদ মুসল্লিদের উদ্দেশে হেদায়েতের কথা বলেন, যার তরজমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) আখেরি মোনাজাত নির্বিঘ্ন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয় এবং মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে রেলওয়ে বিভাগ আটটি বিশেষ ট্রেন চালু করে। এবারের ইজতেমায় ৪৯টি দেশের প্রায় দেড় হাজার বিদেশি মুসল্লি অংশ নেন।
এছাড়া, ইজতেমার দ্বিতীয় পর্বে এখন পর্যন্ত তিনজন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল, যেখানে তাবলিগ জামাতের আলমি শুরার অনুসারীরা অংশ নেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন