সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই অভিযান ছাড়াও সব মিলে বিভিন্ন অপরাধে এক হাজার ৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, সারাদেশে অপারেশন ডেভিল হান্ট চলছে। এই অভিযানে এখন পর্যন্ত ৫২৯ জন গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য অপরাধে এক হাজার ৫০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ডেভিল হান্ট ছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেফতার ৯৭৪ জন।
তিনি আরও জানান, অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত একটি বিদেশি পিস্তল, শুটার গান একটি, গুলি সীসা কার্তুজ একটি করে, কার্তুজের খোসা দুটি, চাপাতি একটি, রামদা দুটি, ছেনি একটি, দা দুটি, ছোরা চারটি, চাকু একটি, ধামা একটি, স্টিলের বাটন একটি, প্লাস একটি ও খেলনা পিস্তল একটি।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন