দীর্ঘ প্রতীক্ষার পর বাহরাইনে নতুন রাষ্ট্রদূত পেলো বাংলাদেশি প্রবাসীরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক রইস হাসান সরওয়ার এনডিসি-কে বাহরাইনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার এই নিয়োগ চূড়ান্ত করে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।
৭ই সেপ্টেম্বর ২০২৩-এ রাষ্ট্রদূত ড. মো: নজরুল ইসলাম সাড়ে তিন বছরের বাহরাইন মিশন শেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরে যান। তারপর থেকে রাষ্ট্রদূতের পদ শূন্য ছিলো। এই সময়ে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দূতাবাসের কার্যক্রম পরিচালনা করেন হেড অফ দ্য চ্যান্সারি এ কে এম মহিউদ্দিন কায়েস। রাষ্ট্রদূত শূন্য থাকার কারণে প্রশাসনিক ও কূটনৈতিক কার্যক্রম কিছুটা ব্যাহত হয়, যা প্রবাসীদের জন্য নানা সমস্যার সৃষ্টি করে।
এর আগে, মালয়েশিয়ায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর-কে বাহরাইনে রাষ্ট্রদূত হিসেবে প্রস্তাব করা হলেও, বাহরাইন সরকার তা প্রত্যাখ্যান করে। পরবর্তীতে, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান আলম সাজুকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতন হলে, তার নিয়োগ বাতিল করা হয়।
নতুন রাষ্ট্রদূত রইস হাসান সরওয়ার এনডিসি কূটনৈতিক মহলে একজন অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত। তিনি এর আগে মালয়েশিয়ায় হাইকমিশনে মিনিস্টার (পলিটিকাল) এবং তুরস্কের আঙ্কারা মিশনে ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সর্বশেষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক অনুবিভাগের মহাপরিচালক হিসেবে কাজ করেছেন। পাশাপাশি, এশিয়া-ইউরোপ ফাউন্ডেশন (ASEF)বোর্ড অফ গভর্নর্সের ২০২৪ সালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি বাংলাদেশ থেকে গভর্নর হিসেবে প্রতিনিধিত্ব করেন। তার নেতৃত্বে সংগঠনটি এশিয়া-ইউরোপ সহযোগিতা আরও শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলো।
নতুন রাষ্ট্রদূতের নিয়োগে বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আশাবাদী। তারা মনে করছেন, তার অভিজ্ঞতা এবং দক্ষ নেতৃত্বের মাধ্যমে প্রবাসীদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন