পবিত্র রমজান মাস উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীসেবা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে। বিশেষ করে ইফতার ও সেহরির সময় যেন বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না হয়, সে বিষয়ে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।
শনিবার (১ মার্চ) রাতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এক বিবৃতিতে জানান, যাত্রীদের নির্বিঘ্ন সেবা দিতে সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে সমন্বয় করা হয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় যা রয়েছে-
ইফতার ও সেহরির সময়ে বিমানবন্দরের কোনো পরিষেবা বন্ধ রাখা যাবে না।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখতে গেটসমূহ খোলা ও নিরাপত্তা কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।
বিমানবন্দরের পরিচ্ছন্নতা বজায় রাখা বিশেষ করে ইফতার ও সেহরির সময় নিশ্চিত করতে বলা হয়েছে।
এয়ারলাইন্সগুলোকে সতর্ক করা হয়েছে, যেন কোনো যাত্রীর লাগেজ অবহেলায় ফেলে না রাখা হয়।
কর্মরত স্টাফদের জন্য ডিউটি ডেস্ক ও কাউন্টারে ইফতারের ব্যবস্থা রাখতে বলা হয়েছে, যাতে পরিষেবা ব্যাহত না হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ মনে করিয়ে দিয়েছে যে, রমজান ও ঈদের সময় যাত্রীদের ব্যাগেজ কেবল মালামালের ওজন নয়, বরং আবেগের সঙ্গেও জড়িত।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক আরও বলেন, রমজানে আমরা যেন যাত্রীদের জন্য আরামদায়ক ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে পারি, সেটাই আমাদের প্রধান লক্ষ্য।

 
                            -20250302002133.webp) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন