আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১৪ মার্চ থেকে শুরু হবে। টানা ৭ দিন চলবে এই টিকিট বিক্রির কার্যক্রম। তবে এবারও কোনো টিকিট রেলস্টেশনের কাউন্টারে বিক্রি হবে না, বরং সব টিকিট অনলাইনে পাওয়া যাবে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
রেলওয়ের মহাপরিচালক জানান, এবার ঈদযাত্রায় মোট ৫ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ঈদের বিশেষ ট্রেনের সংখ্যা ও রুট যাত্রীচাহিদার ভিত্তিতে চূড়ান্ত করা হবে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, ২৪ মার্চ থেকে ঈদযাত্রা শুরু হবে। এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
এর আগে, মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের সভাপতিত্বে ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ট্রেনে অতিরিক্ত ইঞ্জিন ও কোচ সংযোজনের প্রস্তাব গৃহীত হয়।
রেলওয়ের কর্মকর্তারা জানান, ঈদযাত্রায় ৩৬টি অতিরিক্ত কোচ সংযোজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব কোচের মধ্যে কিছু পাহাড়তলী ওয়ার্কশপ থেকে মিটারগেজ এবং সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ব্রডগেজ কোচ আনা হবে।
ঈদযাত্রায় যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ট্রেনের সময়সূচি ও নিরাপত্তার ওপর বিশেষ নজর রাখা হবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে টিকিট বিক্রিতে যেন কোনো সমস্যা না হয়, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
এই উদ্যোগের মাধ্যমে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা আরও স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন