ইউনিয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ বি এম মোকাম্মেল হক চৌধুরীসহ আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামীকাল মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে পৃথক পৃথক সময়ে তাঁদের রাজধানীর দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
সম্প্রতি দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার স্বাক্ষরিত একটি চিঠি ইউনিয়ন ব্যাংকের বর্তমান এমডির বরাবর পাঠানো হয়েছে।
চিঠি অনুসারে, তলবকৃত ব্যক্তিরা হলেন: সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী, হেড অব পিআরডি এ কে এম জহির উদ্দিন ইকবাল চৌধুরী, হেড অব এফএডি রুহুল আমিন, এফএডি কর্মকর্তা মাহফুজুল করিম, গুলশান শাখা কর্মকর্তা বোরহান উদ্দিন, গুলশান শাখার ক্যাশ ইনচার্জ আবদুল হালিম, অপারেশন ম্যানেজার রাশিদ শহীদ, নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান খান।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, তাঁরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে ত্রাণ বিতরণের নামে সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের কোটি কোটি টাকা লোপাট করেছেন।
এছাড়া, ব্যাংকের অপ্রয়োজনীয় ব্যয় দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং এ জে কনস্ট্রাকশনের নামে এমটিডিআরের (মেয়াদী আমানত) বিপরীতে ১৫ কোটি ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। দুদক এ বিষয়ে বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন