জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন আজ শুক্রবার (১৪ মার্চ)। বৈঠকে মূলত অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক উত্তরণ, রোহিঙ্গা সমস্যা এবং মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা হবে। এরপর সন্ধ্যায় কক্সবাজারে প্রায় এক লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন ড. ইউনূস ও গুতেরেস।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ‘জাতিসংঘ মহাসচিব রমজান মাসের সংহতি প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশ সফর করছেন।’
এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা ২৬ মিনিটে গুতেরেসকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট (ইকে-৫৮৬) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বিমানবন্দরে গুতেরেসকে স্বাগত জানান। এসময় দুই শিশু গুতেরেসকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায়। পরে জাতিসংঘ মহাসচিব হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলে যান।
জানা গেছে, শুক্রবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান গুতেরেসের সাথে সকাল ৯টায় হোটেলে সাক্ষাৎ করবেন। এরপর জাতিসংঘ মহাসচিব সকাল ১০টায় ড. ইউনূসের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করবেন।
বৈঠকের পর গুতেরেস একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করতে যাবেন। কক্সবাজার বিমানবন্দরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম গুতেরেসকে অভ্যর্থনা জানাবেন।
এরপর, প্রধান উপদেষ্টা ড. ইউনূস কক্সবাজারে গুতেরেসের সঙ্গে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন। ইফতার শেষে গুতেরেস ঢাকায় ফিরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অবস্থান করবেন।
আগামীকাল শনিবার জাতিসংঘ মহাসচিব ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করবেন। সেখানে তিনি জাতিসংঘের পতাকা উত্তোলন করবেন, বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে একটি আলোকচিত্র প্রদর্শনী দেখবেন এবং জাতিসংঘ কর্মীদের সাথে একটি সভায় অংশগ্রহণ করবেন।
শনিবার বিকেলে গুতেরেস ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে গোলটেবিল আলোচনা করবেন। এছাড়া, তিনি যুব সমাজের সাথে সংলাপ এবং নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে গুতেরেস পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে যৌথ মিডিয়া ব্রিফিংয়ে ভাষণ দেবেন।
একই দিন সন্ধ্যায় ড. ইউনূস জাতিসংঘ মহাসচিবের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করবেন।
রোববার সকালে ৯টা ৫৫ মিনিটে গুতেরেস এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন। বিমানবন্দরে ড. খলিলুর রহমান তাকে বিদায় জানাবেন।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন