রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকার কারণে স্বস্তি প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “এ বছর রমজানে দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে এবং জনগণ এতে স্বস্তি পেয়েছে। দাম নিয়ন্ত্রণে রাখার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। রমজান এবং ঈদের সময়ে পণ্যের দাম বৃদ্ধি রোধ করা এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ ছিল। আমরা নিশ্চিত করেছি যে রমজানে কোনো পণ্যের দাম যেন বৃদ্ধি না পায় এবং বিদ্যুৎ সরবরাহে যেন কোনো বিঘ্ন না ঘটে।
তিনি জানান, রমজান মাসজুড়ে সরবরাহ চেইনের প্রতিবন্ধকতা প্রতিহত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে খবর এসেছে যে, এই রমজানে দ্রব্যমূল্য কমেছে এবং জনগণ এতে স্বস্তি পেয়েছে। দাম নিয়ন্ত্রণে রাখার এই প্রচেষ্টা চলতে থাকবে।
অর্থনীতির সূচকগুলো ইতিবাচক পথে ফিরতে শুরু করেছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে এবং অন্যান্য অর্থনৈতিক সূচকগুলোও ইতিবাচক ধারায় ফিরে আসছে। সরকারের সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল মূল্যস্ফীতি। তবে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ৯.৩২ শতাংশে নেমে এসেছে, যা ২২ মাসের মধ্যে সর্বনিম্ন। আশা করছি আগামী জুন মাসের মধ্যে এটি ৮ শতাংশের নিচে নেমে আসবে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন