পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর দেশের পর্যটন স্পটগুলো। পরিবার-পরিজন, বন্ধুবান্ধবের সাথে ছুটির মুহূর্তকে স্মরণীয় করতে ঘুরে বেড়াচ্ছেন তারা।
ঢাকার আশপাশের বিনোদন কেন্দ্রগুলোতেও উচ্ছ্বাস-আনন্দ। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে হাজারো দর্শনার্থীর ভিড়। মেতে উঠেছেন ওয়াটার কিংডমে। চড়ছেন ক্যাবল কার, স্ক্রাই ট্রেনসহ বিভিন্ন রাইডে।
ঈদের টানা ছুটিতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পরিবার-বন্ধুবান্ধব নিয়ে সিলেটের উল্লেখযোগ্য স্পটগুলোতে ছুটছেন পর্যটকরা। বন-পাহাড়ের সান্নিধ্য পেতে পার্বত্য জেলা খাগড়াছড়িতে, রাঙামাটি ও বান্দরবনে বেড়েছে পর্যটকদের সমাগম।
ঈদের ছুটি কাটাতে উপচেপড়া ভিড় কক্সবাজারের সুগন্ধা, হিমছড়ি, ইনানির মতো পয়েন্টগুলোতে।
রাজশাহীতেও ঈদ আনন্দে মেতেছে সব বয়সি মানুষ। পুঠিয়া রাজবাড়ীসহ তিন তলা হাওয়াখানা ভবনেও ভিড় বেড়েছে দর্শনার্থীদের।
এ ছাড়া, ঈদ বিনোদন ঘিরে দেশের বিভিন্ন স্থানে বসেছে গ্রামীণ মেলাও।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন