আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল আজ শনিবার (৫ এপ্রিল) ঢাকায় আসছে। ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে তারা বাংলাদেশ সরকারের নেয়া বিভিন্ন শর্ত পূরণের অগ্রগতি পর্যালোচনা করবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের শুরুতেই আগামীকাল রোববার (৬ এপ্রিল) সকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবে আইএমএফ প্রতিনিধিদলটি। এরপর তারা টানা দুই সপ্তাহ বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে বৈঠক করবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সময়ে প্রতিনিধিদলের সঙ্গে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে।
সফর শেষে আগামী ১৭ এপ্রিল একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে আইএমএফ দলের। এর আগে ওইদিনই অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিনের সঙ্গে আরেক দফা বৈঠক করবে দলটি।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন