মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র ফিলিস্তিনের নিরীহ জনগণের পক্ষে ডাকা ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন হাজারো মানুষ। তীব্র গরম উপেক্ষা করে এই কর্মসূচিতে অংশ নিতে আসা জনসাধারণকে স্বস্তি দিতে বিনামূল্যে পানি ও শরবত বিতরণ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও দাতব্য সংস্থা।
সমাবেশস্থল ঘুরে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশমুখের পাশেই ট্রাকে করে পানি ও শরবত বিতরণ করা হচ্ছে। মাইক ব্যবহার করে উপস্থিত সবাইকে শরবত পান করতে আহ্বান জানানো হচ্ছে। প্রচণ্ড গরমে শরবত পান করে অনেকেই সাময়িক স্বস্তি পাচ্ছেন।
সমাবেশে অংশ নিতে আসা মিজান আহমেদ নামের এক ব্যক্তি বলেন, ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানাতে আমরা এখানে এসেছি। কিন্তু প্রচণ্ড রোদে তৃষ্ণা লাগছিল। তখনই বিনামূল্যে শরবত পেলাম, যা অনেক উপকারে এসেছে। যারা এই উদ্যোগ নিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই।
আরেক অংশগ্রহণকারী লিটন মাহমুদ বলেন, এত গরমে বারবার পানি পিপাসা লাগে। কিন্তু এক বোতল পানির দাম ২০ টাকা, এক গ্লাস শরবতের দামও ১০-২০ টাকা। অল্প অল্প করে অনেক টাকা খরচ হয়ে যেত। কিন্তু এখানে বিনামূল্যে এসব পাওয়া যাচ্ছে, যা আমাদের মতো সাধারণ মানুষের জন্য অনেক বড় সহায়তা।
পানি ও শরবত বিতরণে নিয়োজিত এক স্বেচ্ছাসেবক বলেন, সমাবেশে আগত মানুষদের একটু স্বস্তি দিতে আমাদের এই আয়োজন। আমরা চাই সবাই ইসরায়েলি পণ্য বর্জন করুক—এই বার্তাও পৌঁছে দিচ্ছি।
উল্লেখ্য, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক গণজমায়েত।

 
                             
                                    -20250412093110.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন