এখন থেকে সরাসরি সরকারকে ট্রাভেল ট্যাক্স পরিশোধ করে বিদেশ ভ্রমণ করা যাবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, কর পরিশোধের পর যাত্রীরা একটি চালান পাবেন। সেই চালান দেখিয়েই তারা ভ্রমণ করতে পারবেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।
এনবিবি চেয়ারম্যান বলেন, বর্তমানে এয়ারলাইন কোম্পানিগুলো টিকিটের মূল্যের সঙ্গে ট্রাভেল ট্যাক্স সংগ্রহ করে। তবে অনেক সময় কোম্পানিগুলো এ অর্থ সরকারি কোষাগারে জমা দেয় না। এ ছাড়া কোম্পানি দেউলিয়া হওয়া বা ব্যবসা বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটে। এ কারণে আমরা চাচ্ছি যাত্রীরা নিজেরাই তাদের ট্রাভেল ট্যাক্স পরিশোধ করবে। তারা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে চালান গ্রহণ করবে এবং সেটি দেখিয়ে বিদেশ যাত্রা করবে।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন এবং তারা ব্যবসা সহজীকরণের লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এওএবি) জেট ফুয়েলের ওপর আমদানি শুল্ক ও মূসক অব্যাহতি এবং উড়োজাহাজের যন্ত্রাংশের ওপর কর কমানোর প্রস্তাব দেয়।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন