টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার বিরুদ্ধে ওঠা ভ্রমণ সংক্রান্ত একটি অভিযোগের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি জানান, সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের সময় থেকে শুরু করে তার দায়িত্বকাল পর্যন্ত সরকারি অর্থে কোনো অনৈতিক বিদেশ সফর হয়নি।
ফয়েজ বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থায়নে অনৈতিক কোনো ভ্রমণ হয়নি—না আমার সময়ে, না নাহিদ ইসলামের সময়ে। নাহিদ ইসলামকে বহুবার বিদেশ সফরের অনুরোধ জানানো হলেও তিনি একবারের জন্যও যাননি। সম্ভবত তিনি বাংলাদেশের ইতিহাসে একমাত্র মন্ত্রী যিনি কোনো বিদেশ সফর করেননি।’
নিজের বিষয়ে তিনি জানান, ‘৫ মার্চ থেকে দায়িত্ব পালন শুরু করার পর থেকে তিনি নিজেও বিদেশ সফর নিরুৎসাহিত করেছেন। এ পর্যন্ত চারটি বিদেশ সফরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। এমনকি সচিব পর্যায়ের একটি দরকারি সফরের সময়সীমা চার দিন থেকে কমিয়ে দুই দিনে এনেছি।’
‘তবে ঠিকাদারের অর্থে শুধুমাত্র একটা বিদেশ ভ্রমণ হয়েছে, সেটা বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বা এমডব্লিউসি। এটা প্রতিবছর হয় যেখানে ঠিকাদার বা ভেন্ডরগুলো নিজ নিজ প্রযুক্তি প্রদর্শন করে। যেহেতু তারা নিজেদের প্রযুক্তি প্রদর্শন করে সেজন্য তারাই পৃথিবীর প্রতিটা দেশ থেকে স্টেক হোল্ডারদের নিয়ে যায় নিজ নিজ খরচে। বিশ্বখ্যাত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ভেন্ডরদের মাধ্যমেই যেতে হয়, এটা তাদের টেক শো। এবারে আমি নিজে যাইনি, তবে আমাদের একটি ছোট টিম অংশ নিয়েছে।’
ফয়েজ আরও বলেন, ‘আগের সরকারের সময় এই কংগ্রেসে প্রায় ৫০ জনের টিম যেত, এবার পাঁচজনের বেশি যায়নি। অথচ একটি পত্রিকা এটিকে ‘ঠিকাদারের অর্থে বিদেশ ভ্রমণ’ বলে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করেছে। আগের সরকারের আমলে প্রায় ৫০ জনের টিম যেত, এবার পাঁচজনের বেশি যায়নি।’
ফাইজ তাইয়েব আহমেদ আহ্বান জানান, সঠিক সমালোচনা করার জন্য এবং যেকোনো অভিযোগের জবাবদিহি করতে তিনি প্রস্তুত। তবে, তিনি গুজবে কান না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
আরবি/আরএইচ

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
       -20251031164129.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন