জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করা এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিয়ে টালবাহানা করা—দুটোই এস্টাবলিশমেন্টের নোংরা কৌশল বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আবু সাদিক কায়েম।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘এটিএম আজহার প্রশ্নে এবার কঠোর হওয়ার সময় হয়েছে। হাসিনা পালিয়েছে ৮ মাস, অথচ ফ্যাসিবাদের সবচেয়ে বড় ভিকটিম এটিএম আজহারুল এখনো কারাগারে বন্দী কেন? এস্টাবলিশমেন্ট কি হাসিনার অসমাপ্ত কাজ সম্পাদনের দায়িত্ব কাঁধে নিয়েছে?’
 
তিনি বলেন, ‘ছাত্র-জনতা রক্ত দিয়ে আপনাদের ক্ষমতায় বসিয়েছে কি ফ্যাসিবাদের কন্টিনিউশনের জন্য? দেশব্যাপী এটিএম আজহারের মুক্তির অপেক্ষায় মুখিয়ে থাকা ছাত্র-জনতাকে বিক্ষুব্ধ করে রাস্তায় নামাতে চান?’
তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পরবর্তীকালেও ন্যায়বিচার পেতে কেন রাস্তায় নামতে হবে? এটিএম আজহারের বিরুদ্ধে সাক্ষ্যদাতা স্বয়ং যখন এটিএম আজহারের মুক্তি চান—তখন এই মিথ্যা মামলা, অস্বচ্ছ-অবৈধ রায় বাতিল করতে ইন্টেরিম গভমেন্টকে কীসে আটকে রেখেছে?’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন