ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৬:২৪ পিএম
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি: সংগৃহীত

আগামী রোববার দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

এ সফরে ইসহাক দার বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করবেন বলে ধারণা করা হচ্ছে। এসব চুক্তিবিষয়ক কাজ চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ও পাকিস্তান।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, কয়টি চুক্তি হবে তা এখনো নিশ্চিত নয়, তবে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং উভয় দেশের মানুষে-মানুষে যোগাযোগ বৃদ্ধি, গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হতে পারে।

স্বাধীনতাপূর্ব সম্পদের বিভাজন থেকে উদ্ভূত আর্থিক পাওনা নিষ্পত্তিসহ দীর্ঘকাল ধরে বেশ কয়েকটি অমীমাংসিত ঐতিহাসিক ইস্যুর সমাধান ইসলামাবাদ করবে- এমনটাই আশা করে ঢাকা।

সফরসূচি 

ইসহাক দার রোববার বিকেলে একটি বিশেষ বিমানে ঢাকায় পৌঁছবেন এবং সোমবার সন্ধ্যায় দেশের পথে রওনা হবেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং দার সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, তিনি (দার) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

তারা আরও বলেন, ‘ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গেও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।’

গত ১৭ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন বা এফওসি অনুষ্ঠানে এ সফরের দিনক্ষণ নির্ধারণ করা হয়। এই এফওসি ছিল ১৫ বছরের মধ্যে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের অনুষ্ঠিত প্রথম বৈঠক।