‘বাংলাদেশ অ্যামেচার ওপেন-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সাভার গলফ ক্লাবের হলরুমে এ অনুষ্ঠান হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সেনাবাহিনীর প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান।
পুরস্কার বিতরণ শেষে তিনি বলেন, ‘এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা দেশের গলফ খেলাকে আরও বিকশিত করবে।’ একই সঙ্গে তিনি আয়োজক ও অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ টুর্নামেন্টে বাংলাদেশসহ সাতটি দেশের মোট ১০২ জন গলফার অংশগ্রহণ করেন।
পুরুষ একক বিভাগে বাংলাদেশের সৈনিক মো. সাহাব উদ্দিন চ্যাম্পিয়ন এবং পাকিস্তানের নোমান ইলিয়াস রানারআপ হন।
পুরুষ দলগত বিভাগে মালয়েশিয়ার হারিজ হেজরি ও ফারিজ আজিহান চ্যাম্পিয়ন এবং বাংলাদেশের মেহেদী হাসান ও মুন্না মিয়া রানারআপ হন।

মহিলা একক বিভাগে পাকিস্তানের আনিয়া ফারুক সাঈদ চ্যাম্পিয়ন এবং পারখা ইজাজ রানারআপ হন।
মহিলা দলগত বিভাগে পাকিস্তানের আনিয়া ফারুক সাঈদ ও পারখা ইজাজ চ্যাম্পিয়ন এবং বাংলাদেশের নাসিমা আক্তার ও সোনিয়া আক্তার রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সাভার গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্য, স্পন্সর, গলফার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন