অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সরকারি বাসভবন থেকে একটি ড্রোন উদ্ধার করা হয়েছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ড্রোনটি পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীতে এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম ড্রোনটি উদ্ধার করে। পরে সেটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়।
ডিএমপি জানিয়েছে, এ ঘটনার তদন্ত চলছে। পাশাপাশি আইন উপদেষ্টার বাসভবনের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী গণমাধ্যমকে বলেন, ‘উদ্ধার করা ড্রোনটি এখন যাচাই-বাছাই করা হচ্ছে। ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’
জানা গেছে, শনিবার সকাল পৌনে ৯টার দিকে আইন উপদেষ্টার সরকারি বাসভবনের মূল ভবনের ঘাসের ওপর পড়ে থাকা ড্রোনটি প্রথম দেখতে পান বাসভবনে কর্মরত মালি সালমা হক। তিনি বাগান পরিষ্কার করার সময় ড্রোনটি খুঁজে পান। পরে সেটি উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা দেলোয়ার হোসেনের কাছে হস্তান্তর করা হয়। দেলোয়ার হোসেন বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন।
পরে সকাল সাড়ে ১০টার দিকে ডিএমপির সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে ড্রোনটি উদ্ধার করে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন