মঙ্গলবার, ০৬ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৯:১০ পিএম

খালেদা জিয়ার আগমন, বিমান যাত্রীদের জন্য নতুন নির্দেশনা 

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৯:১০ পিএম

খালেদা জিয়ার আগমন, বিমান যাত্রীদের জন্য নতুন নির্দেশনা 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত

চিকিৎসা গ্রহণ শেষে আগামীকাল মঙ্গলবার (৬ মে ) লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তার প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরের আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হতে পারে। 

তাই আকাশপথের যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশে আগেভাগে রওনা দেওয়ার নির্দেশনা দিয়েছে এয়ারলাইন্সগুলো।

যাত্রীদের উদ্দেশ্যে পৃথক নোটিশ জারি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং এয়ার অ্যাস্ট্রা এ তথ্য জানায়। 

এয়ারলাইন্সগুলোর নোটিশে বলা হয়, ‘আগামীকাল মঙ্গলবার (৬ মে ২০২৫) (মঙ্গলবার) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে সম্ভাব্য তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সময়কালে যারা ফ্লাইটে ভ্রমণ করবেন, তাদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো।’

খালেদা জিয়ার যুক্তরাজ্য যাত্রার দিনের মতো ফেরার দিনেও নেতা-কর্মীদের ঢল নামবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দর থেকে গুলশানের বাসা পর্যন্ত রাস্তায় নেতা-কর্মীরা অভ্যর্থনায় থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

ফলে মঙ্গলবার সাপ্তাহিক কর্মদিবস হওয়ায় বিপুল নেতা-কর্মী সড়কে থাকায় স্বাভাবিকভাবেই যানজট তৈরি হবে এবং এতে ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে।

বিএনপির এক নির্দেশনায় নেতা-কর্মীদের জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার পাশে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাতে বলা হয়েছে।

খালেদা জিয়ার গাড়ির সঙ্গে মোটরসাইকেল ও হেঁটে চলার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!