শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন কঠোর বার্তা দিয়ে বলেছেন, ‘টিএনজেড লি. ও মাহমুদ গ্রুপসহ যেসব প্রতিষ্ঠানের কাছে শ্রমিকদের টাকা পাওনা আছে আগামী ২৮ মের মধ্যে পাওনা পরিশোধ করতে হবে।
বুধবার (২১ মে) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে নৌ ব্যবস্থাপনা, নিরাপদ নৌ চলাচল, শৃঙ্খলা, যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে উপদেষ্টা বলেন, ‘হয় পাওনা শোধ করতে হবে, না হলে জেলে যেতে হবে।’
সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘শ্রমিকদের বকেয়া টাকা ২৮ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। সেটি না করলে যাদের বিরুদ্ধে মামলা আছে তারা গ্রেপ্তার হবেন। যেসব মালিকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে তারা বিদেশে থাকলে রেড অ্যালার্ট জারি করতে বলেছি। বেতন পরিশোধ না করলে দেশের বাইরে তো দূরের কথা, ঢাকার বাইরে যেতে পারবেন না।’
তিনি জানান, ৫ জন মালিকের বিরুদ্ধে শ্রমিকদের বেতন না দেওয়ার অপরাধে, শ্রম আদালতে মামলা হয়েছে এবং আরও অনেকের বিরুদ্ধে হবে। কোনো মালিককে ছাড় দেওয়া হবে না।
আপনার মতামত লিখুন :