আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে সেনাবাহিনী কোনোভাবেই সম্পৃক্ত নয় বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী এই স্পষ্ট বক্তব্য দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক খবরে দেখা গেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সম্মানিত প্রশাসক বলেছেন, কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ‘বাংলাদেশ সেনাবাহিনী এমন কোনো কার্যক্রমে সম্পৃক্ত নয় এবং ভবিষ্যতেও এই ধরনের কোনো কার্যক্রমে অংশ নেওয়ার পরিকল্পনা নেই।’
বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর বর্তমান দায়িত্ব সম্পর্কে উল্লেখ করা হয়, ‘বর্তমানে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে নিবেদিতভাবে কাজ করছে। কোরবানি বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণের মতো কাজ সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থাগুলোর মাধ্যমেই পরিচালিত হওয়া উচিত এমনটিই বাংলাদেশ সেনাবাহিনী মনে করে।’