মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীদের কী কারণে ভিসা বাতিল হতে এবং পরবর্তীতে এর পদক্ষেপ কেমন হতে পারে, তা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
বুধবার (২৮ মে) মার্কিন দূতাবাস ফেসবুকে এক পোস্টে জানিয়েছে, যদি আপনি লেখাপড়া থেকে ঝরে পড়েন, ক্লাসে না যান, অথবা আপনার শিক্ষা কার্যক্রম ছেড়ে দেন কিন্তু প্রতিষ্ঠানকে না জানান, তাহলে আপনার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আপনি অযোগ্য হয়ে যেতে পারেন।
কোনো সমস্যা এড়াতে সব সময় আপনার ভিসার শর্তাবলি মেনে চলুন এবং শিক্ষার্থী হিসেবে বৈধ অবস্থান বজায় রাখুন।
এদিকে, যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসা কার্যক্রম আপাতত স্থগিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
মার্কিন দূতাবাসগুলোতে পাঠানো এক কূটনৈতিক বার্তায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এ স্থগিতাদেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
বার্তায় বলা হয়েছে, শিক্ষার্থী ভিসা ও বৈদেশিক বিনিময় কর্মসূচির আওতাধীন ভিসার ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই (আবেদনকারীদের) জোরালো করা হবে। এটি মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোর ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
আপনার মতামত লিখুন :