সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এবার হজ পালন করতে গিয়ে ১৭ হজযাত্রী মারা গেছেন।
সোমবার (২ জুন) হজবিষয়ক পোর্টালে এসব তথ্য জানানো হয়।
মারা যাওয়া ওই দুই হজযাত্রী হলেন- সৈয়দপুর নীলফামারীর বাসিন্দা মো. জাহিদুল ইসলাম এবং গাজীপুরের পুবাইলের বাসিন্দা মো. মফিজ উদ্দিন দেওয়ান। তারা দু’জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন। এদের মধ্যে জাহিদুল ইসলাম মক্কায় ও মফিজ উদ্দিন মদিনায় মারা যান।
এ পর্যন্ত মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে একজন নারী ও বাকি ১৬ জন পুরুষ। ১৭ জনের মধ্যে ১০ জন মক্কায় ও ৭ জন মদিনায় মারা যান।
এ ছাড়া অসুস্থ হয়ে সৌদি সরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩৭ জন বাংলাদেশি হজযাত্রী।
হজ অফিসের সর্বশেষ তথ্য মতে, গতকাল রোববার পর্যন্ত সর্বমোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৯২৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ২৩২ জন।
শনিবার চলতি বছরের হজ ফ্লাইট শেষ হয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১০ জুন শুরু হয়ে আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন