দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে ৩৮৫ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) আন্তঃবাহিনী বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারত্বের সঙ্গে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। চলমান পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিতকল্পে গত ১৯ জুন থেকে ২৬ জুন পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের আওতাধীন ইউনিটসমূহ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক যৌথ অভিযান পরিচালনা করে।
এ অভিযানে সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, অপহরণকারী, অবৈধ দখলদার, ডাকাত, টিসিবি পণ্য আত্মসাৎকারী, রিক্রুটমেন্ট দালাল, ভেজাল খাদ্য ব্যবসায়ী, অবৈধ বালি উত্তোলনকারী, সহিংসতা উস্কানিদাতা, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তসহ মোট ৩৮৫ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭০টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১১টি ককটেল বোমা, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, চোরাই মালামাল, ল্যাপটপ, মোবাইল ফোন ও নগদ অর্থ।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ছাড়াও বেসামরিক প্রশাসনের সহায়তায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রমও অব্যাহত রয়েছে।
সেনাবাহিনী সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে, যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করতে, যেন তারা সহযোগিতা করতে পারেন।
দেশের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন