ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৬, ২০২৫, ০৯:২৪ পিএম
জুলাই মাসে আবারও টানা ৩ দিনের ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা। ছবি- সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য ছুটি নিয়ে সুখবর। চলতি মাসে ঈদুল আজহার ১০ দিনের ছুটির পর জুলাই মাসে আবারও টানা ৩ দিনের ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা।

আগামী ৬ জুলাই (রোববার) পবিত্র আশুরা পালিত হবে, যেদিন রয়েছে সরকারঘোষিত ছুটি। এর আগের দুদিন অর্থাৎ ৪ ও ৫ জুলাই শুক্র ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে ৪ থেকে ৬ জুলাই পর্যন্ত টানা তিন দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। তাই শুক্রবার থেকে মহররম মাস গণনা শুরু হবে এবং সেই হিসাবে ৬ জুলাই পবিত্র আশুরা পালিত হবে। 

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি ভোগ করেছেন সরকারি চাকরিজীবীরা।

এবার প্রথমে ঘোষণা ছিল ৫ জুন থেকে ১০ জুন পর্যন্ত পবিত্র ঈদুল আজহার ছুটি হবে। পরে অন্তর্বর্তী সরকার এই ছুটি ১০ দিন করে। অবশ্য ঈদের ছুটি শুরুর আগে ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা রাখা হয়।

এর আগে গত পবিত্র ঈদুল ফিতরে সরকারি ছুটি ছিল ৯ দিন। দেশে এখন সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন প্রায় ১৫ লাখ।