জুলাই গণ-অভ্যুত্থানের আরও ১০ জন শহীদের গেজেট প্রকাশ করেছে সরকার। এ নিয়ে শহীদের সংখ্যা দাঁড়াল ৮৪৪ জনে। এর আগে চলতি বছরের ১৫ জানুয়ারি জুলাই গণ-অভ্যুত্থানের ৮৩৪ জন শহীদের গেজেট প্রকাশ করা হয়।
সোমবার (৩০ জুন) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত শহীদদের গেজেটে রয়েছেন ঢাকার ৪ জন, কুড়িগ্রামের একজন, শরীয়তপুরের একজন, চট্টগ্রামের একজন, নোয়াখালীর একজন, যশোরের একজন ও বাগেরহাটের একজন।
জানা গেছে, তালিকায় শহীদদের নাম ছাড়াও গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি, পিতার নাম, বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা উল্লেখ রয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ এর ৭ (ক) ধারা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস) এর ক্রমিক নম্বর-২৩ এর দেওয়া ক্ষমতাবলে সরকার এ তালিকা প্রকাশ করেছে বলে গেজেটে উল্লেখ করা হয়।
এদিকে শহীদের পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহযোগিতা ছাড়াও পরিবারের সদস্যদের পুনর্বাসনে বিভিন্ন কর্মসূচি নিচ্ছে সরকার।
গত ১৭ জুন ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ এর গেজেট প্রকাশ করা হয়।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ ওইদিন রাতে এ গেজেট প্রকাশ করে।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনসহ গণ-অভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করা এবং ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে প্রণীত হয় এ অধ্যাদেশ।