ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫

লিবিয়ায় মাফিয়ার বন্দিদশা থেকে ফিরছেন তানজিদ-সাগর

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৩:২৫ এএম
মতিউর রহমান সাগর ও তানজির শেখ। ছবি- রূপালী বাংলাদেশ

লিবিয়ায় মানব পাচারের শিকার হয়ে মাফিয়াদের হাতে বিক্রি হওয়া এবং দীর্ঘ ৯ মাস ধরে অমানবিক নির্যাতনের শিকার হওয়া দুই তরুণ বাংলাদেশি-ঝিনাইদহের মতিউর রহমান সাগর ও কুষ্টিয়ার তানজির শেখ-অবশেষে দেশে ফিরছেন।

আজ (৯ জুলাই) ভোরে বুরাক এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট (UZ222)-এ করে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে জানা গেছে।

তাদের দেশে প্রত্যাবাসনের বিষয়টি নিশ্চিত করেছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। সাগর ও তানজিরসহ মোট ১৬২ বাংলাদেশিকে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টার ও বিপদগ্রস্ত এলাকা থেকে উদ্ধার করে এই ফ্লাইটে দেশে পাঠানো হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, চাকরির প্রলোভনে তারা লিবিয়ায় পাড়ি জমালেও পরে স্থানীয় মাফিয়াদের হাতে বিক্রি হয়ে পড়েন ভয়াবহ দাসত্বের জালে। তাদের ওপর চলতে থাকে শারীরিক ও মানসিক নির্যাতন। মুক্তিপণের দাবিতে পরিবারকেও চাপ দেওয়া হয়।

এই দুই তরুণের ফিরে আসার খবরে পরিবারে ফিরে এসেছে স্বস্তি ও কান্না জড়ানো আনন্দ। তবে তারা চায়- যারা তাদের এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছিল, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।