চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সুপ্রিম কোর্টের ১৮ জন বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) মো. আজিজুল হকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যরা সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার আলোকে অবসরপ্রাপ্ত হচ্ছেন। এর আগে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, এই ১৮ জন বিচারক ২৫ বছরের চাকরির মেয়াদ পূর্ণ করেছেন। সরকারি বিধি অনুযায়ী তাদের চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে।
অবসরপ্রাপ্ত বিচারকদের নামের তালিকা:
আপনার মতামত লিখুন :