স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাদকবিরোধী অভিযানে শুধু বাহকদের নয়, গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে। কারণ মাদক শুধু ব্যক্তিকে নয়, পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দেয়।
সোমবার (১৪ জুলাই) কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যাম্প ব্যবস্থাপনা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কক্সবাজারে রোহিঙ্গা অনুপ্রবেশের পাশাপাশি মাদক প্রবেশ করছে। এই ভয়াবহ প্রবণতা বন্ধ করতে এলাকার মানুষকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। মাদকবিরোধী কার্যক্রমে নিয়োজিত সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতার পরিবর্তন এনে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘জনগণ সচেতন হলে ‘মব ভায়োলেন্স’ (গণপিটুনি) ঘটবে না। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধের সঙ্গেও কোনো আপস নয়।’
কক্সবাজারের বিআইএএম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ও পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন।
সভায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।