বাংলাদেশে স্টারলিংক কার্যক্রম সফলভাবে চালু করতে সরকারের কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।
শুক্রবার (১৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
লরেন ড্রেয়ার বলেন, আমরা ১৫০টি দেশ এবং অঞ্চলে কাজ করি। আমরা কখনো এত দক্ষতা এবং সিদ্ধান্তমূলক মনোভাব দেখিনি। স্পেসএক্সে আমার সব সহকর্মীর পক্ষ থেকে, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আপনার দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।
ড্রেয়ারকে বাংলাদেশে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এটা বর্ষাকাল। চারদিকে সবুজ আর জল। একই সঙ্গে আমরা বন্যা ও জলাবদ্ধতার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করি। এ সময়ে নির্ভরযোগ্য প্রযুক্তির মাধ্যমে সংযোগ রক্ষা করাটা অত্যন্ত জরুরি হয়ে পড়ে।
তিনি আরও বলেন, আমাদের পার্বত্য অঞ্চলে সংযোগ ব্যবস্থার ঘাটতি আছে। এসব অঞ্চলে যথেষ্ট স্কুল, শিক্ষক বা চিকিৎসক নেই। আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালু করার লক্ষ্য নির্ধারণ করেছি, যাতে দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা উপকৃত হতে পারে।
মুহাম্মদ ইউনূস বলেন, গর্ভাবস্থার সময় অনেক নারীকে চিকিৎসকের কাছে যেতে পুরুষদের সহায়তা নিতে হয়। কিন্তু ডিজিটাল সেবার মাধ্যমে তারা ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।
বিদেশে থাকা বাংলাদেশিরাও এই ডিজিটাল স্বাস্থ্যসেবার সুফল পাবে। অনেকে ভাষাগত সমস্যার কারণে বিদেশি চিকিৎসকের শরণাপন্ন হতে সংকোচ বোধ করেন। এখন তারা দেশের চিকিৎসকদের সঙ্গেই অনলাইনে পরামর্শ করতে পারবেন। আমরা এখানে ছোট ছোট উদ্যোগ নিচ্ছি, তবে আপনি চাইলে এগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারেন।
অধ্যাপক ইউনূসের বক্তব্যের প্রশংসা করে স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট বলেন, আপনি যে দৃষ্টান্ত স্থাপন করছেন, তা অন্য নেতাদের সঙ্গেও শেয়ার করা উচিত। অধ্যাপক ইউনূস যদি নিজের দেশে এটি করতে পারেন, তাহলে অন্যরাও পারবেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে অধ্যাপক ইউনূসের পদক্ষেপেরও প্রশংসা করেন।
তিনি আরও বলেন, জনসেবাকে জনগণের কাছে পৌঁছে দিতে আপনার উদ্যোগগুলো প্রশংসনীয়। আমি বিশ্বের নানা প্রান্তে ঘুরি, জানি দুর্নীতি কত বড় সমস্যা হতে পারে। প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ ও শাসনব্যবস্থা উন্নত করার যে ভাবনা আপনি উপস্থাপন করেছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বৈঠকে স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালটেন্ট রিচার্ড গ্রিফিথস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন