মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘৩য় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স (ICMEAS 2025)’।
শনিবার (১৯ জুলাই) এমআইএসটির শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। এ সময় তিনি সেরা গবেষণা প্রবন্ধ উপস্থাপনকারীদের পুরস্কৃত করেন।
এই সম্মেলনে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, মালয়েশিয়া, ভারতসহ ১৪টি দেশের খ্যাতনামা গবেষক, প্রকৌশলী ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে যন্ত্রকৌশল, উৎপাদন প্রযুক্তি, অ্যারোনটিক্স, নেভাল ইঞ্জিনিয়ারিং, নবায়নযোগ্য জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অব থিংস (IIoT), তাপ প্রকৌশল, মহাকাশ প্রযুক্তি, অ্যারোডাইনামিক্স, রোবোটিক্স ও মেকাট্রনিক্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর গবেষণা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এই আন্তর্জাতিক সম্মেলন প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে গবেষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার পথ সুগম করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। এতে সরকারি-বেসরকারি সংস্থা, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের মধ্যে কার্যকর যোগসূত্র স্থাপন হয়েছে, যা টেকসই উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে নিতে সহায়ক হবে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
এই আয়োজন শিক্ষাবিদ, গবেষক ও প্রযুক্তিবিদদের এক বিশাল আন্তর্জাতিক মিলনমেলায় রূপ নেয়, যা বাংলাদেশে উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন