ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

২৬ দিনে প্রবাসীরা পাঠালেন সাড়ে ২৩ হাজার কোটি টাকা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০৬:৪৫ পিএম
জুলাইয়ের ২৬ দিনে সাড়ে ২৩ হাজার কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। ছবি- সংগৃহীত

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ২৬ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৩ হাজার ৫৮৩ কোটি ৬০ লাখ টাকা (১.৯৩ বিলিয়ন)। 

রোববার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

চলতি মাসের বাকি দিনগুলোতেও এ গতি অব্যাহত থাকলে জুলাই মাস শেষে রেমিট্যান্স ২৩০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।  

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, হুন্ডি প্রতিরোধে সরকারের নানা পদক্ষেপ, প্রবাসী আয় প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণে রেমিট্যান্সে এই ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি ফিরেছে।

এর আগে গত জুন মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২.৮২ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি।

২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে রেমিট্যান্স এসেছে ৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ রেকর্ড। 

আগের ২০২৩-২৪ অর্থবছরে এই অঙ্ক ছিল ২৩.৭৪ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে প্রায় ২৭ শতাংশ।

প্রবাসী আয় বাড়ার এ ধারাবাহিকতা দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে এবং ডলার সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।