সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দেশের প্রাইভেট বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে লক্ষ্মীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন (ওয়ামি)।
মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। তাদের দাবি, প্রাইভেট বিদ্যালয়ে অধ্যয়নরত দেশের প্রায় ১ কোটি শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষার বাইরে রাখার সরকারি সিদ্ধান্ত চরম বৈষম্যের উদাহরণ। এ সময় বক্তারা দ্রুত এই সিদ্ধান্ত বাতিল করে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধন শেষে ওয়ামির নেতারা একই দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোশারেফ হোসেনের কাছে একটি স্মারকলিপি পেশ করেন। এর আগে গত ২২ জুলাই ওয়ামির পক্ষ থেকে লক্ষ্মীপুর প্রেসক্লাবে একই দাবিতে সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়ামির লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি হাবিবুর রহমান সবুজ, সহ-সভাপতি রেজাউল করিম সুমন, সদর উপজেলা সভাপতি মো. হানিফ প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে ফারহান আবরার, নানজিবা তাসনিম ও হাসীবুর রহমান হিফাজ বলেন, ‘আমরা শুনেছি এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারব না। এটা আমাদের প্রতি অন্যায় ও বৈষম্যমূলক সিদ্ধান্ত। আমরা সমান সুযোগ চাই।’
ওয়ামির জেলা সেক্রেটারি হাবিবুর রহমান সবুজ বলেন, ‘দেশে প্রাইভেট বিদ্যালয় ও কিন্ডারগার্টেনগুলোতে প্রায় ১ কোটি শিক্ষার্থী পড়ালেখা করে। আগে এইসব শিক্ষার্থী প্রাথমিক সমাপনী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল করেছে। এখন তাদের সেই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা দাবি জানাচ্ছি- সরকার যেন দ্রুত প্রজ্ঞাপন পরিবর্তন করে সকল শিক্ষার্থীর জন্য অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত করে।’
আপনার মতামত লিখুন :