একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আগামী ১৩ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি চলে দুপুর সোয়া ১টা পর্যন্ত।
এর আগে, হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত।
গত বছরের ১ ডিসেম্বর, ২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দুই মামলায় তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। এই রায়ের পর ১৯ মার্চ রাষ্ট্রপক্ষ আপিল করে।
আসামিপক্ষের আইনজীবীরা আশা প্রকাশ করেছেন, হাইকোর্টের দেয়া খালাসের রায়ই আপিল বিভাগে বহাল থাকবে।
২০০৪ সালের ২১ আগস্ট, রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার একটি জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন এবং শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
২০১৮ সালে বিচারিক আদালত এই মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন।
আদালত আগামী ১৩ আগস্ট পুনরায় শুনানির তারিখ নির্ধারণ করেছেন। আপিল বিভাগে রাষ্ট্র ও আসামিপক্ষের শক্তিশালী যুক্তি-তর্কের পর এই মামলায় চূড়ান্ত রায় আসবে বলে ধারণা করা হচ্ছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন