ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

সেনাপ্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৭:০৬ পিএম
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়া। ছবি- সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়া।

বুধবার (৬ আগস্ট) সকালে সেনাবাহিনী সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হয় এবং সামরিক সহযোগিতা জোরদার করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এ সময় সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর কার্যকর ও ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও স্মরণ করেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি উভয় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের অবদানের কথাও তিনি তুলে ধরেন।

এই সৌজন্য সাক্ষাৎ দুই দেশের সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।