বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৫:৫৬ পিএম

বাংলাদেশি শিক্ষার্থীদের চাকরি দেবে মালয়েশিয়া

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৫:৫৬ পিএম

বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে। ছবি- সংগৃহীত

বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে। ছবি- সংগৃহীত

মালয়েশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। দেশটির সরকার ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালুর পরিকল্পনা করছে, যা শিক্ষার্থীদের মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবেশের সুযোগ নিশ্চিত করবে। এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়াতে দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী জামব্রি আবদুল কাদিরের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস এ বিষয়টি উত্থাপন করেন।

বৈঠক শেষে বাংলাদেশের আইন, বিচার ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘উচ্চ শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। নীতিগতভাবে তিনি মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসা প্রদানের বিষয়ে সম্মত হয়েছেন। তবে নীতি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষকে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।’

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন।

বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে। তবে তারা অন্যান্য দেশের শিক্ষার্থীদের মতো কর্মসংস্থানে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত। নতুন ভিসা কার্যকর হলে তাদেরও এই সুবিধা মিলবে।

ড. ইউনূস একই দিনে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাধলিনা বিনতে সিদেকের সঙ্গেও একটি পৃথক বৈঠকে মিলিত হন। এ বৈঠকে দুই দেশীয় শিক্ষামন্ত্রণালয়ের মধ্যে শিক্ষাগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

আলোচ্য বিষয়গুলোর মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি, বিশ্ববিদ্যালয় ও কলেজে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি সম্প্রসারণ এবং বাংলাদেশের ডিগ্রির আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়।

ড. ইউনূস শিক্ষামন্ত্রীকে ‘থ্রি জিরো’ ক্যাম্পেইনের প্রেক্ষাপটও তুলে ধরেন। এই উদ্যোগের লক্ষ্য হলো দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে একটি টেকসই সভ্যতা গড়ে তোলা। শিক্ষামন্ত্রী ফাধলিনা বিনতে সিদেক এই প্রচেষ্টায় গভীর আগ্রহ প্রকাশ করেন এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।

বৈঠকে বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজিবিষয়ক জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের শেষ পর্যায়ে ড. ইউনূস শিক্ষামন্ত্রীর সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতা ও শিগগিরই ঢাকা সফরের আমন্ত্রণ জানান।

নতুন ভিসা কার্যকর হলে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা দেশটির কর্মক্ষেত্রে প্রবেশের সুবিধা পাবেন এবং দুই দেশের শিক্ষাগত সম্পর্ক আরও দৃঢ় হবে।

Shera Lather
Link copied!