বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৬:২০ পিএম

বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রস্তাবনা প্রত্যাখ্যান শিক্ষকদের

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৬:২০ পিএম

জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। ছবি- সংগৃহীত

জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। ছবি- সংগৃহীত

দীর্ঘদিনের দাবী-দাওয়া নিয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে শিক্ষা উপদেষ্টার বৈঠক শেষে শিক্ষকরা তাদের দাবি আদায়ে এক মাসের আল্টিমেটাম দিয়েছেন। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণের যে প্রস্তাবনা দেওয়া হয়েছে তা যথেষ্ঠ নয় বলে মন্তব্য করেছেন আন্দোলনরত শিক্ষকরা।

জানা গেছে, শিক্ষকদের বাড়িভাড়া বাবদ ভাতা ১ হাজার টাকা বাড়িয়ে ২ হাজার ও চিকিৎসা ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকরা বলছেন, মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা দ্বিগুণ করা কথার বললেও টাকার অঙ্কে তা মাত্র এক হাজার টাকা। যা বর্তমান যুগে খুবই নগণ্য।  তবে মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষকদের সব দাবিই যৌক্তিক এবং আর্থিক সক্ষমতা অনুযায়ী তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। 

বুধবার (১৩ আগষ্ট) দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আন্দোলনরত শিক্ষকরা তাদের দাবি আদায়ে এক মাসের আল্টিমেটাম দিয়ে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে দাবি না মানলে আগামী ১৫ সেপ্টেম্বর সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি হুমকিও দিয়েছেন তারা।

জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজী বলেন, তাদের দাবি যৌক্তিক। যা আদায়ে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি মানা না হলে সর্বাত্মক আন্দোলনে যাবেন তারা। এ সময় ১৫ সেপ্টেম্বর এমপিওভুক্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ কর্মবিরতির হুশিয়ারি দেন তিনি।

অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে, বাড়ি ভাড়া টাকা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়গুলো কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে আলোচনা হবে। একটি সূত্র জানায়, সভায় শিক্ষকদের দাবিগুলো মেনে নেওয়া জন্য প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ধীরে ধীরা তা বাস্তবায়ন হবে বলে জানায় ওই সূত্রটি।

শিক্ষা মন্ত্রণালয় একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বিষয়টিকে মন্ত্রণালয় ইতিবাচক হিসেবে দেখছে। শিক্ষকদের প্রতিটি দাবিই যৌক্তিক। এই ভাতায় আসলেই এই যুগে চলা কষ্টসাধ্য। শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছে শিক্ষকদের দাবিগুলো যেন পূরণ হয়। শিক্ষকরা শীঘ্রই এ বিষয়ে তাদের প্রস্তাবনা মন্ত্রণালয়ে জমা দিবে।

বৈঠক সূত্রে জানা গেছে, মন্ত্রী ও সংশ্লিষ্ট সবার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সর্বজনীন বদলির বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাড়ি ভাড়ার ইস্যুর বিষয়টিও আছে। এটা কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে শিক্ষকদের কাছ থেকে প্রস্তাবনা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়; যা আলোচনা করে শিক্ষকরা মন্ত্রণালয়ে দেবেন।

এ বিষয়ে মাউশির উপ পরিচালক মো: নওসের আলীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

Shera Lather
Link copied!