ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখানে যারা প্রিজাইডিং কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা হচ্ছেন তারা উচ্চশিক্ষায় শিক্ষিত। কিন্তু জাতীয় পর্যায়ে ঠিক এ রকম হবে না। কিন্তু ডাকসু, জাকসুসহ যেসব নির্বাচন হচ্ছে, এগুলো জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।
ডাকসু নির্বাচন নিয়ে কোনো সমস্যা হয়নি, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসাবে বিভিন্ন সংস্থার প্রশিক্ষণের বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিভিন্ন মব হামলার উদাহরণ তুলে সাংবাদিকরা জানতে চান জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু পরিবেশে হবে।
জবাবে উপদেষ্টা বলেন, ‘আগে কোনো ঘটনা ঘটলে রিপোর্ট পেতে সময় লাগত। কিন্তু প্রযুক্তির সহায়তায় তথ্য আগে পাওয়া যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে সমস্যাও হয়। এখনো যে পরিস্থিতি আছে নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে নির্বাচন হবে।’
মাদক ধরা পড়ার হার বাড়ছে কি না জানতে চাইলে তিনি বলেন, মিয়ানমারের আরাকান আর্মি বেঁচে আছে মাদক বিক্রির ওপরে। তাদের যে ইন্ডাস্ট্রি আছে ওগুলোর প্রধান আয় হয় মাদক বিক্রির ওপর।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন