ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়া সমঝোতা স্মারক

মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া 
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৫:২৪ পিএম
অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়া সমঝোতা স্মারক স্বাক্ষরিত। ছবি- রূপালী বাংলাদেশ

দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং মালয়েশিয়ার এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশন একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানানো হয়, মালয়েশিয়ার কুয়ালালামপুরে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

মালয়েশিয়ার এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মুস্তাফা আব্দুল আজিজ এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (ডিজি) বেবি রানি কর্মকার নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তি দু’দেশের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে শক্তিশালী একটি কাঠামো দেওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রতিশ্রুতি সুদৃঢ় করবে।

এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হলো, রপ্তানি বৃদ্ধি, নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি এবং মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করা

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ, MATRADE-এর পরিচালক মুনা আবু বকর, সিনিয়র ম্যানেজার নোরহারলিজা মো. ইউনুস, ট্রেড কমিশনার (চেন্নাই) ওয়ান আহমদ তারমিজি ওয়ান ইদ্রিস এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস-এর প্রেসিডেন্ট সাব্বির এ খান ও সেক্রেটারি জেনারেল মোতাহার হোসেন খান।