এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান।
আজ রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভারত পাকিস্তানের মধ্যকার খেলাটি শুরু হবে রাত সাড়ে আটটায়।
এর আগে এশিয়া কাপের গ্রুপ পর্বে দুই দল প্রথম মুখোমুখি হয়। সেই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের কারণে ৭ উইকেটে ১২৭ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।
সহজ লক্ষ্য তাড়ায় ভারত ২৫ বল হাতে রেখে ৭ উইকেটে জয় লাভ করে। টুর্নামেন্টের এবারের আসরে আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান।
আজকের খেলায় দু’দলের একাদশ
ভারত একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, স্যাঞ্জু স্যামসন, তিলক বার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ
পাকিস্তানের একাদশ: সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলী আগা, হোসাইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ