রাজধানীর কদমতলী থানার দক্ষিণ ধনিয়া এলাকায় আনোয়ারুল আজিম তানভীর (২৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন করেছেন বলে জানা গেছে। দুই বছর আগে তিনি সৌদি আরব থেকে দেশে আসেন।
রোববার (২১সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আনোয়ারুল কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলহাবাদ গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে। তিনি কদমতলী থানার দক্ষিণ ধনিয়া শিয়া মসজিদ গলির ১৪৪৫ নং বাসার ৬ তলার বাবুল মিয়ার ভাড়াটিয়া।
মৃতের বড় বোন নাজনিন জানান, ‘আমার ভাই প্রায় ২ বছর আগে সৌদি আরব থেকে দেশে এসেছে।দেশে এসে সে কোনো কিছুই করত না। কিছুদিন আগে থেকে তানভীর মাদকাসক্ত হয়ে পড়ে। আমরা সবাই পাশাপাশি এলাকায় থাকি। বিকালের দিকে খবর পেলাম, সে গলায় ফাঁস দিয়ে ঝুঁলে আছে। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।’
তিনি আরও জানান, ‘আমার ভাইয়ের ৪ বছরের একটি মেয়ে ও দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।’
‘তার স্ত্রী আয়েশাকে এসে বিভিন্ন সময় মারপিট করত। কী কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল সে বিষয়টি আমরা কেউই বলতে পারছি না। এখন তার দুটি বাচ্চার কী হবে!’—এই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।
মৃতের শ্যালক শাহিন জানান, ‘আমি খবর পেয়ে দ্রুত দৌড়ে ৬ তলায় যাই। সেখানে তাকে অনেক ডাকাডাকি করলেও দরজা না খোলায় পরে দরজা ভেঙে দেখি সে গলায় ওড়না প্যাঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় আমার বোন জামাই আর বেঁচে নেই।’
তিনি আরও বলেন, ‘আমার ছোট একটা ভাগনে আর একটা ভাগনি রয়েছে। এখন তাদের কী হবে আর আমার বোনেরই বা কী হবে। আমি শুধু শুনেছি, আমার মাওই মা’র কাছে সে টাকা চেয়েছিল, এর বেশি আর কিছু জানি না।’
‘ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানিয়েছি।’