ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

জাতির উদ্দেশে ভাষণে কী বললেন মোদি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৭:৫৪ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি - ভিডিও থেকে সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার (২১ সেপ্টেম্বর) হঠাৎ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নাগরিকদের বিদেশে তৈরি পণ্যের ব্যবহার বন্ধ করে তার বদলে স্থানীয় পণ্য ব্যবহার করতে বলেছেন। ব্যাপকহারে সোমবার থেকে ভোক্তা কর কমানো কার্যকর হওয়ার আগে ভাষণে মোদি বলেন, ‘আমরা প্রতিদিন যে অনেক পণ্য ব্যবহার করি সেগুলো বিদেশি তৈরি, আমরা শুধু জানি না… আমাদের এগুলো বাদ দিতে হবে।’ 

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানি করা ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর থেকে মোদি ‘স্বদেশি’ বা ভারতে তৈরি পণ্য ব্যবহারের আহ্বান জানিয়ে আসছেন। তার সমর্থকরা ম্যাকডোনাল্ডস, পেপসি ও অ্যাপলের মতো মার্কিন ব্র্যান্ড বয়কটের প্রচার শুরু করেছে, যা ভারতে অত্যন্ত জনপ্রিয়।

 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক খারাপ হওয়ার প্রেক্ষিতে স্বনির্ভর অভিযানের দিকে চাপ দিচ্ছেন মোদি। প্রায় ১৪০ কোটি ভারতীয় জনসংখ্যা মার্কিন ভোক্তা পণ্যের একটি বড় বাজার, যা প্রায়শই মার্কিন অনলাইন খুচরা বিক্রেতা আমাজন ডটকম থেকে কেনা হয়। বছরের পর বছর মার্কিন ব্র্যান্ডগুলোর প্রসার দেশটির ছোট শহর পর্যন্ত গভীরভাবে ছড়িয়ে পড়েছে।

মোদি দোকানদারদেরও অনুরোধ করেছেন তারা যেন ভারতে তৈরি পণ্য খুচরা বিক্রিতে মনোযোগ দেন, যুক্তি দেখিয়ে বলেছেন এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অনেক কোম্পানি স্থানীয় পণ্যের প্রচার বাড়িয়েছে।

এদিকে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল শিগগিরই বাণিজ্য আলোচনা করতে ওয়াশিংটন সফরে যাবেন বলে আশা করা হচ্ছে। সফরটি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় টানাপোড়েন কমানোর প্রচেষ্টা অব্যাহত রাখবে।