ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

পাকিস্তানকে আকমল ‘বাংলাদেশের কাছ থেকো শিখো’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৫:৩৩ পিএম
পাকিস্তান ক্রিকেট দল। ছবি-সংগৃহীত

এশিয়া কাপ সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারানোয় দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশ দল। এই জয়ের পর থেকেই চারিদিকে প্রশংসার ঝড় বইছে। শনিবার শ্রীলঙ্কার দেওয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করে ৪ উইকেটে জয় তুলে নেয় টাইগাররা।

এই জয়ে বাংলাদেশকে অভিনন্দন জানানোর পাশাপাশি পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান কামরান আকমল তার নিজ দেশের দলকে বাংলাদেশের কাছ থেকে শেখার পরামর্শ দিয়েছেন।

নিজের ইউটিউব চ্যানেলে কামরান বলেন, এই টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৯ রান তাড়া করা সহজ কাজ নয়। বাংলাদেশ একটি সুপরিকল্পিত দল হিসেবে খেলেছে এবং তাদের ক্রিকেটীয় সচেতনতা ছিল অসাধারণ। এই জয় অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশের ব্যাটিং ইনিংসের প্রশংসা করে কামরান আকমল ওপেনার সাইফ হাসানের ৪৫ বলে ৬১ এবং তাওহিদ হৃদয়ের ৩৭ বলে ৫৮ রানের ইনিংসের বিশেষ প্রশংসা করেন।

তিনি বলেন, সাইফ হাসান আগ্রাসী ক্রিকেট খেলেছে এবং তাওহিদ হৃদয়কে পেয়ে বাংলাদেশ একটি শক্তিশালী মিডল অর্ডার পেয়েছে। তারা কোনো ধরনের চাপ অনুভব করেনি।

এছাড়া বোলিংয়ে মোস্তাফিজুর রহমানের ৩ উইকেট এবং শেখ মেহেদীর ২ উইকেটের অবদানের কথা উল্লেখ করে তিনি দলের সামগ্রিক পারফরম্যান্সের ওপর জোর দেন।

কামরান আকমল তার দেশের ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ভারতের বিপক্ষে নিজেদের আগের ম্যাচে পাকিস্তান মাত্র ১২৭ রানে গুটিয়ে গিয়েছিল, যা ভারত সহজে ৭ উইকেটে জিতে নেয়।

এই প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তানের কি মনে হয় না যে বাংলাদেশ কীভাবে শ্রীলঙ্কাকে হারিয়েছে? শুধু কন্ডিশন নয়, ভালো পরিকল্পনা এবং দলীয় প্রচেষ্টার কারণেই বাংলাদেশ জিতেছে।

পাকিস্তানেরও ব্যাটিং ও বোলিংয়ে ভারসাম্য আনা জরুরি। মাত্র তিন বোলার নিয়ে খেললে চলবে না।

তিনি আরও পরামর্শ দেন, আজ রাতে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে যদি পাকিস্তান টসে জেতে, তবে তাদের প্রথমে বোলিং করা উচিত। কারণ ভারত রান তাড়া করতে আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে।

বিশেষ করে ভারতের উদীয়মান তারকা অভিষেক শর্মাকে দ্রুত আউট করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। আজ এশিয়া কাপ সুপার ফোরে ভারত ও পাকিস্তানের মধ্যকার এই হাইভোল্টেজ ম্যাচটি রাত সাড়ে ৮টায় শুরু হবে।