ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০১:০৬ পিএম
ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ছবি - সংগৃহীত

আগামী বছর জাতীয় সংসদ নির্বাচনের পর তাবলিগ জামাতের দু-পক্ষের যৌথ আয়োজনে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

রোববার (০২ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে তাবলিগ জামাতের বিবাদমান দুইপক্ষের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

ধর্ম উপদেষ্টা জানান, দুইপক্ষের সঙ্গে আলোচনা শেষে ইজতেমার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।