পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারত সরকারের কাছে অনুরোধ করা হলেও এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তিনি বলেন, এ ধরনের বিষয় দ্রুত সমাধান হয় না। ভারতের প্রতিক্রিয়া কী আসে তা পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত শুধু জানা গেছে, ভারত বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘তিনি কবে দেশে ফিরবেন এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান সম্ভবত ঢাকায় পৌঁছেছেন। আজ বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে না, কারণ জানা গেছে বিমানটিতে টেকনিক্যাল সমস্যা রয়েছে।’
আরাকান আর্মির হাতে জেলেদের আটকের প্রসঙ্গে তিনি বলেন, ‘আরাকান আর্মি কোনো রাষ্ট্রীয় পক্ষ নয়। তাই চাইলে দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়। তবে আমাদের স্বার্থ জড়িত থাকায় বিষয়টি দেখা হচ্ছে। সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তবে যেন এ ধরনের ঘটনা কমে সে জন্য কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
পররাষ্ট্র উপদেষ্টা জানান, চীনের অর্থায়নে ঢাকায় এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা ছিল, কিন্তু সরকার সেটি নীলফামারীতে করার সিদ্ধান্ত নিয়েছে। রংপুর অঞ্চলসহ ভারত-ভুটানের মানুষও যাতে সেবা নিতে পারে সে লক্ষ্যেই পরিকল্পনা সাজানো হয়েছে।
তিনি বলেন, রংপুর অঞ্চলে শিল্পকারখানা কম, সবচেয়ে বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান। তাই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ চলছে।
তৌহিদ হোসেন বলেন, ‘আমরা চাই নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব এমনভাবে দিয়ে যেতে, যাতে তারা এক থেকে দেড় বছরের মধ্যে দেশকে কাঙ্ক্ষিত পথে এগিয়ে নিতে পারে। সব রিফর্ম একসঙ্গে শেষ করা সম্ভব নয়, এটা দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। ভবিষ্যৎ সরকার যেন মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারে এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতে পারে।’
চার দিনের সফরে রংপুরে এসে তিনি আজ শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন।
আগামীকাল শনিবার সকালে প্রশাসনের সঙ্গে মতবিনিময় এবং বিকেলে রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করবেন।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের পর বিকেলে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকায় ফিরবেন।


