ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

বাসের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ৪

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০১:২৩ পিএম
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ছবি- রূপালী বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির বাসের চাপায় অটোরিকশায় থাকা ৪ জন যাত্রী নিহত হয়েছেন। তিন জন ঘটনাস্থলেই নিহত এবং অপর একজন হাসপাতালে নেওয়ার সময় নিহত হন। এ ছাড়াও এতে আহত হয়েছেন আরও চার জন। তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের কৈ ডুবী সদরদী নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল মিয়া জানান, ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশে একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের দিকে যাত্রা শুরু করে। কৈডুবী-পূর্ব সদরদী এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা দ্রুতগতির বাসের চাপায় ঘটনাস্থলে ৩ জন নিহত হয়।

তাদের মরদেহ উদ্ধার ছাড়াও আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এখনো উদ্ধার অভিযান চলছে বলে জানান তিনি।