বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা আবারও পেছানো হয়েছে। দলের পক্ষ থেকে শুক্রবার সকালে তার সম্ভাব্য যাত্রার নতুন তারিখ হিসেবে ৭ ডিসেম্বর জানানো হলেও রাতে তা পরিবর্তন করে ৯ ডিসেম্বর করা হয়। তবে এই তারিখও নিশ্চিত নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সে অনুযায়ী কাতারের আমিরের পক্ষে যে এয়ার অ্যাম্বুলেন্সেটি পাঠানোর কথা, সেটিরও সময়সূচি বদলে ১০ ডিসেম্বর করা হয়েছে।
চিকিৎসকদের সিদ্ধান্তেই চূড়ান্ত হবে যাত্রা
খালেদা জিয়ার চিকিৎসা সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, তার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল হয়নি। এই অবস্থায় ভ্রমণের ঝুঁকি বিবেচনা করে বিদেশ যাওয়ার সময়সূচি আরও দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। চিকিৎসকরা যাত্রার জন্য সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত কোনো তারিখই চূড়ান্ত নয়।
এয়ার অ্যাম্বুলেন্সের সময়সূচিও পাল্টেছে
কাতারের তত্ত্বাবধানে যে নতুন এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে, সেটি ৬ ডিসেম্বর ( শনিবার) ঢাকায় পৌঁছানোর কথা ছিল। তবে হঠাৎ সেটির সময়সূচি বদলে ১০ ডিসেম্বর করা হয়েছে।
ঢাকায় কাতার দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, জার্মানির ‘এফএআই রেন্ট-এ-জেট’ নামের প্রতিষ্ঠানের একটি এয়ার অ্যাম্বুলেন্স জর্জিয়ার তিবিলিসি থেকে ঢাকায় আসবে। এর আগের সূচি অনুযায়ী এটি ৬ ডিসেম্বর ঢাকায় পৌঁছে ৭ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। তবে এখন নতুন সময়সূচি অনুযায়ী ১০ ডিসেম্বর ঢাকায় আসার কথা রয়েছে।
কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ জানান, চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করবে। এর পর যাত্রার সময় নির্ধারণ করা হবে।
সঙ্গে থাকবেন কম সংখ্যক সঙ্গী
কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাওয়ার সুযোগ সীমিত থাকবে। বিএনপি শুরুতে ১৮ জনের একটি তালিকা প্রস্তুত করেছিল। তবে অগ্রাধিকার অনুযায়ী কেবল অল্প কয়েকজনই তার সঙ্গে একই বিমানে উঠতে পারবেন। তালিকার বাকিদের বাণিজ্যিক ফ্লাইটে যাওয়ার বিকল্প রাখা হয়েছে।
সব মিলিয়ে, খালেদা জিয়ার বিদেশ যাত্রা ও চিকিৎসার সময়সূচি এখনো অনিশ্চিত। চিকিৎসকের পরামর্শ, তার স্বাস্থ্যগত অবস্থার উন্নতি এবং কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের চূড়ান্ত সমন্বয়—সবকিছু মিলিয়েই শেষ সিদ্ধান্ত নেওয়া হবে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন