দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্মারকলিপি প্রদান করেছেন।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১০টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জেলা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে এই স্মারকলিপি প্রদান করা হয়।
কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী চার দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ৩০ নভেম্বর থেকে দুই ঘণ্টা, ৩ ডিসেম্বর অর্ধদিবস (সকাল ৮টা থেকে ১২টা) এবং ৪ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে যশোর জেলার সরকারি ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, আগামী চার দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে সরকারি ও বেসরকারি হাসপাতালের প্যাথলজি, ফার্মেসি, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, ফিজিওথেরাপি ও দন্তসেবা কার্যক্রম বন্ধ থাকবে।
তারা আরও জানান, বাংলাদেশের সকল ডিপ্লোমাধারী পেশাজীবীদের ক্ষেত্রে দশম গ্রেড বাস্তবায়ন করা হলেও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে তা এখনও বাস্তবায়িত হয়নি। বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি নিয়ে কাজ করলেও অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো তাদের জন্য দশম গ্রেড কার্যকর করা হয়নি। ফলে সংশ্লিষ্ট পেশাজীবীরা হতাশ ও ক্ষুব্ধ। বর্তমানে দশম গ্রেড বাস্তবায়নের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে পড়ে আছে।



