ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করতে সরেজমিনে ছুটে চলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১০ ডিসেম্বর) সেই অভিযানের অংশ হিসেবে নরসিংদীর পুলিশ লাইন্স পরিদর্শনকালে তিনি রান্নাঘর পর্যন্ত যান।
এদিন, খাবার ব্যবস্থাপনার সার্বিক বিষয় নিয়ে তিনি কোনো সমস্যা না দেখলেও মজার এক মন্তব্য করেন। খাবারের মান পরীক্ষা করতে গিয়ে মাংস ও আলুর অনুপাত নিয়ে প্রশ্ন তোলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখানে তো মাংসের চেয়ে আলু অনেক বেশি।’ এক পর্যায়ে গণনা করে দেখেন, আসলেই আলুর পরিমাণ মাংসের তুলনায় বেশি। রান্নার কাজে নিয়োজিতদের সঙ্গে কথাও বলেন এবং চাল ও ডালের গোডাউনও ঘুরে দেখেন।
পরিদর্শনের পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে উপদেষ্টা খাবারের সার্বিক মান ও পরিচ্ছন্নতায় সন্তোষ প্রকাশ করেন। তবে প্রশিক্ষণের মান আরও উন্নত করার পরামর্শ দেন সংশ্লিষ্টদের।
উপদেষ্টা আরও জানান, কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে নিয়মিত অভিযান চলছে। এ ছাড়া নরসিংদীর অপরাধপ্রবণ এলাকায় দ্রুত চিরুনি অভিযান শুরু হবে।
তিনি মন্তব্য করেন, নির্বাচনের কারণে পুলিশের মনোবল বৃদ্ধি পেয়েছে এবং জনগণের সঙ্গে তাদের সম্পর্ক আরও মজবুত হয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন